kalerkantho


প্রথম হরর নির্ভর রোমান্স সিনেমা ‘১৯২১’

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১৬:২৭প্রথম হরর নির্ভর রোমান্স সিনেমা ‘১৯২১’

'১৯২১' সিনেমার একটি দৃশ্যে করণ কুন্দ্রা ও জেরিন খান

এক দশক ছোট পর্দায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ভারতীয় অভিনেতা করণ কুন্দ্রা। ২০১৩ সালে একটি হরর সিনেমায় তার অভিষেক হয়। অবশ্য সেই সিনেমার নাম উল্লেখ করেননি করণ।

সম্প্রতি করণ কুন্দ্রাকে ‘মুবারাকান’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি জানান, বলিউডে তার নতুনভাবে আবির্ভাব হচ্ছে ‘১৯২১’ নামে একটি সিনেমার মাধ্যমে।

এই সিনেমায় তার ভূমিকার বিষয়ে করণ কুন্দ্রা বলেন, '১৯২১ হচ্ছে প্রথম হরর নির্ভর রোমান্স সিনেমা'।

‘১৯২১’ সিনেমায় করণ কুন্দ্রার সঙ্গে অভিনয় করবেন জেরিন খান। জেরিনের টেলিভিশনে প্রথম অভিনয় শুরু হয়। এরই মধ্যে বিনোদন জগতে বেশ সাড়া ফেলেছেন তিনি।

৩৩ বছর বয়সী করণ কুন্দ্রা বেশ প্রচেষ্টা দিয়ে সিনেমাটিতে কাজ করছেন। তবে সেটি কবে নাগাদ মুক্তি পাবে তা ঠিক হয়নি।মন্তব্য