kalerkantho


এটা অক্ষয়ের নতুন সিনেমার দৃশ্য

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১৫:৩২এটা অক্ষয়ের নতুন সিনেমার দৃশ্য

যে ছবিটি দেখা যাচ্ছে সেটা হলো বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত নতুন সিনেমার দৃশ্য। যা সিনেমাটির পোস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। নতুন বছরের শুরুতে এরই মধ্যে সিনেমাটি নিয়ে বেশ সোরগোল শুরু হয়েছে। সিনেমাটির নাম ‘প্যাডম্যান’।

সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার দেখে ইতোমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।

আগামী ২৬ জানুয়ারি ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অক্ষয় কুমার টুইট করে জানিয়েছেন। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। বিশেষ এই দিনে মুক্তি পাচ্ছে 'প্যাডম্যান'।

তামিল নাড়ুর এক ক্ষুদ্র উদ্যোক্তা অরুনাচলমের বায়োপিক হচ্ছে ‘প্যাডম্যান’। যিনি গ্রাম এলাকায় সচেতনতা বাড়াতে নারীদের জন্য সুলভ মূল্যে  স্বাস্থ্যসম্মত ন্যাপকিন আবিষ্কার করেছেন।

সিনেমার গুরুত্বপূর্ণ চিরত্রে অভিনয় করেছেন সোনম কাপুর ও রাধিকা। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের জীবন্ত কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।মন্তব্য