kalerkantho


কে এই মেয়ে যাকে মিস করেন অভিষেক?

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১৪:৫৪কে এই মেয়ে যাকে মিস করেন অভিষেক?

তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ সব সময়ই থাকে দর্শক ও ভক্তদের। সম্প্রতি বলিউড স্টার অভিষেক বচ্চনের সঙ্গে দু'টি ছবি প্রকাশ হয়েছে।

একটি ছবিতে দেখা যাচ্ছে- ছোট একটি মেয়েকে জড়িয়ে ধরে আছেন অভিষেক। অপর ছবিতে তরুণীর বাহুতে মাথা রেখেছেন।

ছবির মেয়েটি আসলে একজনই। একটি ছোটবেলার ছবি, অপরটি তরুণী বয়সের ছবি। ছবির এই মেয়েটাকে ভীষণ মিস করেন অভিষেক বচ্চন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কে এই মেয়ে?

আসলে মেয়েটি হচ্ছে অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চন নন্দের মেয়ে। অর্থাৎ অভিষেকের ভাগ্নি এবং অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতনি নাভেলি নাবী নন্দ।

গত ডিসেম্বরে নাভেলির ২০তম জন্মদিনে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন অভিনেতা অভিষেক বচ্চন। সঙ্গে লিখেছেন, ‘সে আমার খুব প্রিয় ভাগ্নি। মামু তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার জন্য আমার শপিং লিস্ট রেডি, তুমি প্রস্তুত হও।'মন্তব্য