kalerkantho


বিয়ে করতে যাচ্ছেন সোনম কাপুর

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ০৮:৪৩বিয়ে করতে যাচ্ছেন সোনম কাপুর

এবার বিয়ে করতে যাচ্ছেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। বলিউডের ভেতরের গুঞ্জনকে সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, ২০১৮ সালেই নাকি আনন্দ আহুজার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন সোনাম কাপুর। সোনাম-আনন্দের বিয়ের জন্য ইতোমধ্যেই যোধপুরের একটি বিলাসবহুল হোটেলও বুক করা হয়েছে।

জানা যাচ্ছে, বলিউডের পাশাপাশি একাধিক হাই প্রোফাইল বিয়ের আসর বসে যোধপুরের ওই হোটেলেই। কাপুর এবং আহুজা পরিবার একযোগে যোধপুরের ওই হোটেল বুক করেছে বলেও জানা যাচ্ছে। যদিও, বিয়ে নিয়ে সোনাম কাপুর কিন্তু ‘স্পিকটি নট’। আহুজা পরিবারের পক্ষ থেকেও করা হয়নি কোনও মন্তব্য।

রণবীর সিং-এর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ‘রিলেশনশিপ স্টেটাস’ নিয়ে কখনও মুখ খোলেননি অনিল কাপুর কন্যা। কিন্তু, বেশ কয়েক বছর ধরেই আনন্দ আহুজার সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যায় সোনাম কাপুরকে।

এমনকী, ‘নীরজা’-র জন্য জাতীয় পুরস্কার নেওয়ার সময়ও সোনাম কাপুরের সঙ্গে ছিলেন আনন্দ আহুজা। সেখানে হাজির ছিলেন অনিল কাপুরও। সূত্র-এক্সপ্রেস ট্রিবিউনমন্তব্য