kalerkantho


আগামীকাল দীপিকা-রণবীরের বাগদান!

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৭:১২আগামীকাল দীপিকা-রণবীরের বাগদান!

নতুন বছরের শুরুতেই সুখবর পেতে চলেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ভক্তরা। শোনা যাচ্ছে বাগদান করতে যাচ্ছেন রণবীর ও দীপিকা। কাল দীপিকার জন্মদিন। সেই অনুষ্ঠানেই নাকি আংটি বদল করবেন এই জুটি।

নতুন বছর উদযাপন করতে দু’জনেই এখন শ্রীলঙ্কায়। সেখানেই দীপিকার জন্মদিন পালন করবেন রণবীর। থাকবেন বেশ কিছু তারকাও। আর সেই অনুষ্ঠানেই দীপিকা ও রণবীর বাগদান সারবেন বলে শুরু হয়েছে জল্পনা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ভিয়েনায় ছুটি কাটাতে গিয়েছিলেন দীপিকা। সেখান থেকে তিনি শ্রীলঙ্কা চলে আসেন। অন্যদিকে টাইগার শ্রফ ও দিশা পাটানির সঙ্গে শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছিলেন রণবীরও।  

রাম লীলা, বাজ়িরাও মাস্তানি ও পদ্মাবতীতে একসঙ্গে কাজ করেছেন দীপিকা-রণবীর। বারবার সামনে এসেছে তাঁদের সম্পর্কের খবর। কিন্তু, সে বিষয় সরাসরি মুখ খোলেননি কেউ।

রণবীর নাম না করে তাঁর লেডি লাভের কথা বলেছেন বারবার। কিন্তু, দীপিকা কখনই এ বিষয় নিয়ে কিছু বলেননি। তবে বিরাট-আনুশকার বিয়ের পর থেকেই তাঁদের বিয়ের জল্পনা শুরু হয়েছে।মন্তব্য