kalerkantho


সাজিদ মোহাম্মদের মিউজিক ভিডিও 'না বুঝে'

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৭:০৬সাজিদ মোহাম্মদের মিউজিক ভিডিও 'না বুঝে'

২০১৬ সালে নিজের প্রথম একক অ্যালবাম 'অল্প কাছে অল্প দূরে' প্রকাশ করেন তরুণ গায়ক সাজিদ মোহাম্মদ। এরপর কনার সঙ্গে 'ছুঁয়েছো মন' এবং নির্ঝরের সঙ্গে 'এ কোন মায়া' শিরোনামের গানে কণ্ঠ দেন। গেয়েছেন আরো কয়েকটি মিক্সড অ্যালবামে।

ডলি শায়ন্তনীর সঙ্গে প্লেব্যাক করেন 'হৃদয় ছোঁয়ার কথা' চলচ্চিত্রে। নতুন বছরে এসে সাজিদ নিয়ে এসেছেন মিউজিক ভিডিও 'না বুঝে'। সিডি চয়েসের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদের ছোট ভাই, সংগীত পরিচালক রাফি মোহাম্মদ। মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে সাজিদের সঙ্গে মডেল হয়েছেন সাজির ঋতু।

সাজিদ মোহাম্মদ বলেন, 'গানকে ঘিরেই আমার যত স্বপ্ন। এর বাইরে আর কিছু করি না। অনেক যত্ন নিয়ে এই গানটি করেছি। আমার বিশ্বাস ধীরে ধীরে গানটি শ্রোতাদের মন জয় করবে।'

 মন্তব্য