kalerkantho


মেহেদিরাঙা হাতে শাহরুখকন্যা

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১২:৪৫মেহেদিরাঙা হাতে শাহরুখকন্যা

কয়েক দিন আগে ঐতিহ্যবাহী পোশাক পরে দিল্লিতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান।

সেখানে সুহানার ঝলকলাগা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে অনলাইন বিশ্বে। সেই অনুষ্ঠানে কন্যা সুহানার সঙ্গে শাহরুখপত্নী গৌরীও ছিলেন। অবশ্য গর্জিয়াস পোশাক, স্টাইল, আকর্ষণীয় লুকে ও তারুণ্য ভরা চেহারায় সবার নজর ছিল শাহরুখ-গৌরী কন্যা সুহানাকে ঘিরেই।

সেই অনুষ্ঠানের নতুন কিছু ছবি প্রকাশ হয়েছে। যাতে দেখা যাচ্ছে- শাহরুখের ডান পাশে বসে আছেন কন্যা সুহানা এবং সুহানার পাশে দাঁড়িয়ে থাকা এক নারী ধূমপান করছেন।

ওই অনুষ্ঠানে মেহেদিরাঙা হাতে মুচকি হাসিতে সুহানা ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। তেমনই একটি ছবি ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে। কারো-কারো মনে হয়তো প্রেমের উদ্রেক হয়েছে। অবশ্য সপ্তদশী কন্যার এমন ছবিতে তরুণদের হৃদয় প্রেমের ঝড়ে কাঁপা অস্বাভাবিক কিছু নয় কিন্তু। মন্তব্য