kalerkantho


একই সিনেমায় অমিতাভ-অভিষেক!

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১০:২৩একই সিনেমায় অমিতাভ-অভিষেক!

অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন

অভিষেক বচ্চনকে নিয়ে ভারতীয় টেলিভিশন নাট্য সিরিজ 'ম্যানমারজিয়ান'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। এটা নিয়ে একসময় সিনেমা বানাতে কাজও করেছেন অনুরাগ।

তবে এবার শোনা যাচ্ছে কাশ্যপের পরবর্তী ছবিতে কাজ করবেন জীবন্ত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। চলতি বছরেই সেই ছবিতে সিনিয়র-জুনিয়র উভয় বচ্চনই অভিনয় করার কথা রয়েছে। সব ঠিক থাকেল ভক্তরা বাবা অমিতাভ ও ছেলে অভিষেককে একই সিনেমায় দেখতে পারেন।

একটি সূত্র বলছে, নির্মাতা অনুরাগ কাশ্যপের কাছে মজার একটি স্ক্রিপ্ট রয়েছে। তিনি 'বিগ বি' প্রকল্পের জন্য পরিচালনা করতে আগ্রহী। বর্তমানে তিনি 'ম্যানমারজিয়ান'-এর জন্য ব্যস্ততায় রয়েছেন। তবে খুব শিগগিরই অমিতাভকে নিয়ে পরবর্তী কাজ শুরু করতে চান। অবশ্য আপাতত নতুন প্রকল্পের স্ক্রিপ্ট ও বিষয়বস্ত গোপন রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে অভিতাভ বচ্চন অভিনীত 'বোম্বে টকিজ' সিনেমাটি পরিচালনা করেন অনুরাগ কাশ্যপ।মন্তব্য