kalerkantho


অমরেশ পুরির মেয়ে কি করে জানেন?

কালের কণ্ঠ অনলাইন   

৩ জানুয়ারি, ২০১৮ ১৭:৫৫অমরেশ পুরির মেয়ে কি করে জানেন?

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে অমরিশ পুরি হলেন দক্ষ অভিনেতা। তার দীর্ঘ অভিনয়ের জীবনে অমরেশ পুরি এমন সব চরিত্রে অভিনয় করেছেন যেগুলি এখনও স্মরণীয় হয়ে আছে।

ভিলেন ছাড়াও অমরিশ পুরি অন্যান্য ধরনের চরিত্রেও অভিনয় করেছেন। বলিউডের ইতিহাসে সবথেকে বিখ্যাত ভিলেন মিস্টার ইন্ডিয়ার মোগাম্বো, করণ অর্জুনের ঠাকুর দুর্জন সিং, নাগিনার ভৈরো নাথ, গাদারের আশরাফ আলি এবং আরও অনেক চরিত্রে অভিনয়ের মাধ্যমে এখনও সবার হৃদয়ে আছেন।

তার মৃত্যু বলিউডসহ তার ভক্তদের অবাক করে দিয়েছিল। অনেকের মতে তার জায়গা আর কেউ কোনওদিন নিতে পারবে না।

বিশ্বব্যাপী জনপ্রিয়তা সত্ত্বেও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম লোকই জানেন। তিনি সবসময় বিতর্ক থেকে দূরে থাকতেন। অমরেশ পুরির মেয়ের কথাতো কেউ জানেই না! তার নাম হলো নম্রতা পুরি।

নম্রতা একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার এবং খুবই সাধারণ ভাবে থাকতে ভালোবাসেন।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য সেলিব্রিটি বাচ্চাদের মতো নম্রতা পুরির বলিউডের প্রতি কোনো আগ্রহ নেই এবং তিনি লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন।মন্তব্য