kalerkantho

co

যে কারণে হাসির ঝলক

কালের কণ্ঠ অনলাইন   

৩ জানুয়ারি, ২০১৮ ১১:৩০যে কারণে হাসির ঝলক

রণবীর কাপুর, অয়ন মুখার্জি ও আলিয়া ভাট

'ব্রহ্মাস্ত্র' সিনেমার শুটিং শুরু করতে অফিসিয়ালি প্রস্তুতি নিচ্ছেন বলিউড স্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেই লক্ষ্যে হাসির ঝলক ছড়িয়ে সিনেমাটির নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে ছবি তুলেছেন তারা।

চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর তার টুইটারে ছবিটি পোস্ট করেছেন। ছবিতে কোনো এক সমুদ্রসৈকতে আলিয়া ভাট, রণবীর কাপুর ও নির্মাতা অয়ন মুখার্জিকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে করণ লেখেন, 'ব্রহ্মাস্ত্র'-এর প্রস্তুতির সঙ্গে নতুন বছর শুরু।

ধারমা প্রডাকশনের সঙ্গে এটি অয়ন মুখার্জির তৃতীয় সিনেমা। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবির প্রথম কিস্তির দৃশ্য ধারণ করা হবে ইসরায়েলে। 

এ ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করবেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। সব কিছু ঠিক থাকলে ২০১৯ সালের আগস্টে ছবিটি মুক্তি পাওয়া কথা রয়েছে।মন্তব্য