kalerkantho


সিগারেট খাওয়া অনেক কমিয়ে দিয়েছি : শাহরুখ

কালের কণ্ঠ অনলাইন   

২ জানুয়ারি, ২০১৮ ১৬:২২সিগারেট খাওয়া অনেক কমিয়ে দিয়েছি : শাহরুখ

সিগারেট ছাড়া চলতো না কিং খানের। চেইন স্মোকার ছিলেন। একদিনে ১০০টা সিগারেট খেতেন। অনেকদিন পর্যন্ত সেই অভ্যাস ছিল। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি জানান, সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, সারাদিন ধরে সিনেমা দেখা তাঁকে সিগারেট থেকে দূরে থাকতে সাহায্য করেছে। সিগারেট খাওয়ার অভ্যাস ত্যাগ করতে শাহরুখ সিনেমা দেখায় নিজেকে ব্যস্ত রাখতেন বলেই জানান।

তিনি আরও বলেন, নিজের কদর বাড়াতে আমি লিপস্টিক আন্ডার মাই বুরখা দেখেছিলাম।  আনন্দজির ওই লম্বা নামের সিনেমাটা (শুভ মঙ্গল সাবধান)ও দেখেছিলাম। তারপর দঙ্গল দেখলাম। আগের বছর ছবিটা মুক্তি পেয়েছিল, কিন্তু আমি এবছর দেখলাম। আর এক থা টাইগারও দেখেছি। মানে টাইগার জিন্দা হ্যায়।'  

নিজের ভুল নিজেই শুধরে নিয়ে হেসে ওঠেন বলিউড বাদশা। এরপর তিনি যোগ করেন, 'বরেলি কি বরফিটাও বেশ ভালোই ছিল।'

শাহরুখের অনেক ভক্তই চাইতেন, সুস্থ থাকতে তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিন। তাই, তাদের জন্য এটা খুশির খবর।মন্তব্য