kalerkantho


পুত্রসন্তানের মা হলেন সুনিধি চৌহান

কালের কণ্ঠ অনলাইন   

২ জানুয়ারি, ২০১৮ ১২:৩৪পুত্রসন্তানের মা হলেন সুনিধি চৌহান

নতুন বছরে সুনিধির ভক্তদের জন্য দারুণ খবর। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান মা হয়েছেন। ইংরেজি বছরের প্রথম দিন বিকেলেই মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী গায়িকা।

দুইবছর প্রেম করার পর ২০১২-তে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। ১৮ বছর বয়সে গায়িকা বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।

১৪ আগস্ট, সুনিধির এক ঘনিষ্ঠ বন্ধু অনেক খবর জানিয়েছিলেন। যেমন, সুনিধি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের বাইরে তিনি এই খবর তখনো কাউকে জানানো হয়নি। সেই সময়ের বেশিরভাগটাই তিনি নাকি বাড়িতেই থাকছিলেন। ‘পাপারাত্‌জি’রা যাতে বেবি বাম্প নিয়ে তাকে ফ্রেমবন্দি না করতে পারে সে দিকে খেয়াল রাখছিলেন গায়িকা। সেই সময়টায় নাকি নতুন করে বাড়ি সাজানোতে মন দিয়েছিলেন তিনি।

সুনিধির বাবা বলেন, সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে।মন্তব্য