kalerkantho


ইনস্টাগ্রাম থেকে অনাবৃত ছবি সরালেন এষা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:৪৯ইনস্টাগ্রাম থেকে অনাবৃত ছবি সরালেন এষা

সম্প্রতি এষার ইনস্টাগ্রাম থেকে কিছু বাছাই করা ছবি গায়েব হয়ে গেছে। যার সবকটি ছবি অন্তর্বাসহীন ছিল। তবে বোল্ড চেহারার অন্তর্বাস পড়া কিছু ছবি এখনও রয়েছে । এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এষা গুপ্তার অর্ধনগ্ন ও টপলেস ছবিগুলি তাঁর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এটা এষা নিজেই করেছেন।

কিন্তু, হঠাৎ কেন ছবি সরালেন এষা ? সেই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই দিতে পারেন। তাঁর এই বোল্ড ছবিগুলো সামনে এসেছিল তাঁর ছবি বাদশাহোর মুক্তির আগে। ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি। কিন্তু, এষার এই ছবি বিতর্ক পাবলিসিটি স্টান্ট কি না ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 মন্তব্য