kalerkantho


ওয়ান্টেড লিস্টে শাহরুখ, অভিনব উদ্যোগ মুম্বাই পুলিশের

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৭:২৯ওয়ান্টেড লিস্টে শাহরুখ, অভিনব উদ্যোগ মুম্বাই পুলিশের

ওয়ান্টেড লিস্ট বের করল মুম্বাই পুলিশ। তালিকায় অমরেশ পুরী, গুলশন গ্রোভার, শাহরুখ খানের চরিত্র। জনপ্রিয় ভিলেনদের নিয়ে এবার সচেতনমূলক প্রচার। নাম দেওয়া হল ব্যাডম্যান। যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল। পুলিশ ও অপরাধীর সম্পর্ক বিশ্বের প্রত্যেক স্থানেই একইরকম। ছবির পরিভাষায় অপরাধী যে ভিলেন। তাদেরকে সামনে এনে সোশাল মিডিয়ায় জমিয়ে প্রচার মুম্বাই পুলিশের।

বলিউডে জনপ্রিয় হয়েছে অনেক ব্যাডম্যান চরিত্র। অভিনয়, চরিত্র ও সংলাপে অনেকবার নায়কদের টেক্কা দেয় ভিলেনরা। “শোলে” ছবির চরিত্র গব্বর সিং এখনও পর্যন্ত সবথেকে বেশি জনপ্রিয়। তবে এবার মুম্বাই পুলিশের তালিকায় নেই গব্বর। তবে তাতে কিছু কম পড়েনি। এবার পুলিশের খাতায় নাম আছে মোগাম্বো, টাইসন বা রাহুলদের। আর বাড়তি পাওনা! গেম অফ থ্রনসের ভিলেন জোফ্রে ব্যারাথিয়ন। নাম ও ছবি ধরে সোশাল সাইটে পাঁচটি ছবি শেয়ার করল মুম্বাই পুলিশ। সঙ্গে লেখা, এই অপরাধীরা মুম্বাইয়ে থাকলে কী হতে পারত।

সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হলো মুম্বই পুলিশের এই অভিনব উদ্যোগ।

 মন্তব্য