সালমান খানের সঙ্গে বলিউড অভিনেতাদের ঝামেলা নতুন কিছু নয়। ঐশ্বরিয়ার জন্য বিবেক ওবেরয়কে হুমকি দেওয়া হোক বা ক্যাটরিনার পার্টিতে শাহরুখের সঙ্গে ঝগড়া। এসব অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বারবার মেজাজ হারানোর জন্য খবরে থেকেছেন সালমান। আর এবার ফের একবার বলিউডের আর এক অভিনেতার উপর চিৎকার করেছেন সালমান। শোনা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের ওপর নাকি সালমান বেশ রাগারাগি করেছেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক অনুষ্ঠানে সুশান্ত সুরজ পাঞ্চালির সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই খবর পৌঁছায় সালমানের কানে। আর ব্যস, সুশান্তের উপর চিৎকার করতে শুরু করেন সালমান। এর আগে সালমানকে বলতে শোনা গেছিল, কে সুশান্ত ? কেন আমি তাঁর সঙ্গে ছবিতে কাজ করব।
অবশ্য এই সব কথা উড়িয়ে দিয়েছেন সুরজ পাঞ্চলি। তিনি জানান, তিনি আর সুশান্ত খুব ভালো বন্ধু। সব মিথ্যা ও ভিত্তিহীন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের