kalerkantho


তাদের বিয়ের আংটির দাম কত জানেন?

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৭ ১৮:১৭তাদের বিয়ের আংটির দাম কত জানেন?

১১ ডিসেম্বর আনুশকা শর্মা এবং বিরাট কোহলি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ইতালির টাস্কানি শহরে এই বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিয়ের আগের দিন উভয় একে অপরকে আংটি পড়িয়েছিলেন। বিরটা আনুশকাকে প্রায় এক কোটি টাকা মূল্যের আংটি পড়িয়েছেন। এই আংটি বিশেষ হিরা দিয়ে তৈরি করা হয়েছে।

বিরাট কোহলি এই আংটি খুঁজতে প্রায় ৩ মাস লাগিয়েছেন। এই আংটি বিশেষভাবে অস্ট্রিয়ান ডিজাইনারদের দিয়ে ডিজাইন করানো হয়েছে। কিছু সারপ্রাইজিং এলিমেন্ট দেওয়া হয়েছে আংটিতে। যখন আপনি এই আংটি দেখবেন তখন আপনার ডিজাইন ভিন্ন ধরনের মনে হবে।

তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার সব্যসাচী। আনুশকা হালকা গোলাপী রঙের ডিজাইনার লাহেঞ্জা পড়েছিলেন। বিরাট অফ হোয়াইট রঙের শেরওয়ানি পড়েছিলেন।মন্তব্য