kalerkantho


লাগান সিনেমার সেই এলিজাবেথের কথা মনে আছে?

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪৩লাগান সিনেমার সেই এলিজাবেথের কথা মনে আছে?

লাগান সিনেমার এলিজাবেথের কথা কি মনে আছে? লাগান সিনেমায় ইংরেজ অভিনেত্রী এবং মডেল র‍্যাচেল শেলি এলিজাবেথ রাসেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রটি অস্কারে মনোনীত হয় এবং তাঁর অভিনয়ের জন্য বহু প্রশংসা পান।

তারপর তিনি “দ্য এল ওয়ার্ড” তে হেলেনা পিবডি চরিত্রে অভিনয় করে আবার লাইমলাইটে আসেন। ১৯৬৯ সালের ২৫ আগস্ট ইংল্যান্ডে জন্ম হয়। র‍্যাচেল শেলির তিনি শৈশব থেকে একটি অভিনেত্রী হতে চেয়েছিলেন এবং শেফিল্ড ইউনিভার্সিটি থেকে ড্রামা এবং ইংরেজিতে স্নাতম ডিগ্রি নেন।

পরে তিনি লন্ডনে চলে যান তিনি ইভান রিপন এর চরিত্রে ২০১৩ সালে একজন পুলিশের সুপারিনটেনডেন্টের ভূমিকায় অভিনয় করেন। বহু বছর থেকে অভিনয়ের থেকে দূরে থাকার পরেও তাঁকে একই রকম সুন্দর দেখতে।

তিনি লিখতে ভালোবাসতেন কিন্তু অভিনয়ের জন্য তিনি এই কাজটি করে উঠতে পারেননি। তিনি DIVA ম্যাগাজিন এবং দ্য গার্ডিয়ানের লেখক হিসাবে কাজ শুরু করেন।

তারপর তাঁর সাক্ষাত হয় টিভি পরিচালক, প্রযোজক এবং লেখক ম্যাথু পারখিলের সাথে। বর্তমানে তিনি তার সাথে লন্ডনে আছেন। তাদের ছয় বয়রের মেয়েও রয়েছে।
 মন্তব্য