kalerkantho

দাওয়াত পেয়েছেন আনুশকা-বিরাটের গ্র্যান্ড রিসেপশনের?

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৭ ১৭:২৪ | পড়া যাবে ১ মিনিটেদাওয়াত পেয়েছেন আনুশকা-বিরাটের গ্র্যান্ড রিসেপশনের?

আগামী ২১ ডিসেম্বরে গ্র্যান্ড রিসেপশন বিরাট-আনুশকার। সামনে এল তাঁদের রিসেপশনের কার্ড। রূপালি রঙের ডিজাইনের উপর সোনালি রঙে লেখা বিরাট-অনুষ্কার নাম। তার নিচে জানানো হয়েছে রিসেপশনের তারিখ ও জায়গার নাম।

দিল্লিতে আয়োজন করা হয়েছে বিরাট-আনুশকার রিসেপশন। জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর দিল্লির তাজ ডিপ্লোমেটিক এনক্লেভের দুর্বার হলে রাজকীয়ভাবে তাঁদের রিসেপশন হবে। আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, বিরাট ও আনুশকার রিসেপশনে আপনাদের আসার অনুরোধ রইল। এই আমন্ত্রণপত্রে নাম রয়েছে বিরাটের ভাই বিকাশ কোহলি ও তাঁর স্ত্রী চেতনা, বোন ভাবনা কোহলি এবং আনুশকার ভাই কর্ণেশ শর্মার। তাঁরাই বিরাট ও আনুশকার জন্যে এই রিসেপশনের আয়োজন করেছেন।

তবে শোনা যাচ্ছে, বন্ধু-বান্ধবদের জন্য আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইয়েও আরেকটি রিসেপশনের আয়োজন করা হচ্ছে। গতকাল বিয়ের কথা টুইটে জানিয়েছিলেন বিরাট ও আনুশকা। প্রথম থেকেই নিজেদের বিয়ের বিষয় গোপন রেখেছিলেন তাঁরা। তবে বিয়ের পর ভক্ত ও অনুরাগীদের সঙ্গে এই জুটি তাঁদের বিশেষ মুহূর্তটি ভাগ করে নেন। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা বিয়ের পোশাকে বিরাট-আনুশকার একাধিক ছবি সামনে এসেছে।

মন্তব্য