kalerkantho


সাঁতার পোশাকে প্রিয়াঙ্কা,সোশ্যাল সাইটে আলোচনা

কালের কণ্ঠ অনলাইন   

১১ ডিসেম্বর, ২০১৭ ১৬:১২সাঁতার পোশাকে প্রিয়াঙ্কা,সোশ্যাল সাইটে আলোচনা

সাঁতার পোশাকে এক কোমর পানিতে দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সামনে বোনের মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কার বোন। কোলে তাঁর সন্তান। প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে এই ছবি। শুধু এইটি কেন। বোনের মেয়ের আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিযাঙ্কা। আর এই ছবিই এখন লাইমলাইটে এনে দিয়েছে এই অভিনেত্রীকে।

সম্প্রতি প্রিয়াঙ্কার বোন ও মেয়ে ছুটি কাটাতে হাজির হন প্রিয়াঙ্কার নিউইয়র্কের বাড়িতে। আদরের বোনঝিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যান প্রিয়াঙ্কা। একাধিক ছবি তোলেন বোনঝির সঙ্গে। আর সেই আনন্দঘন মুহূর্তগুলিকে শেয়ার করেন নিজের সোশাল সাইটে।

বোনঝির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। সেখানে বোনের মেয়ের সাথে সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে তাঁকে। আর একটি ছবিতে প্রিয়াঙ্কার বোনের সঙ্গে দেখা গেছে শিশুটিকে।  যদিও এর আগেও একাধিকবার ভাগ্নির সঙ্গে রিইউনিয়নের ছবি সোশাল সাইটে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।মন্তব্য