kalerkantho

এই শিশু শিল্পীর কথা মনে আছে?

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৭ ২১:০৮ | পড়া যাবে ১ মিনিটেএই শিশু শিল্পীর কথা মনে আছে?

১৯৯৯ সালের অমিতাভ বচ্চনের সিনেমা সূর্যবংশম মুক্তি পায়। চলচিত্রটি এই বছরের মে মাসে ১৮ বছর পূর্ণ করে।

২১ মে ১৯৯৯ তারিখে তারিখে মুক্তিপ্রাপ্ত “সূর্যবংশম” হল তামিল চলচ্চিত্র “সূরেয়বংশম” (১৯৯৭) এর হিন্দি রিমেক। চলচ্চিত্রের চ্যানেলগুলিতে বার বার সম্প্রচারের কারণে টুইটারে অনেক বার ট্রোল করা হয়েছে।

এই সিনেমাতে সুপারস্টার অমিতাভ বচ্চন ডাবল চরিত্রের ভূমিকা পালন করেন। এই ছবিতে আপনাদের নিশ্চয়ই শিশু অভিনেতার কথা মনে আছে যে আমিতাভ বচ্চনের ছেলের ভুমিকায় ছিল।

সেই ছোট শিল্পীর নাম আনন্দ বর্ধন এবং এখন সে অনেক বড় হয়ে গেছে। আনন্দ একজন তেলুগু চলচ্চিত্রের অভিনেতা। তিনি তাঁর কর্মজীবন শুরু করেন “প্রিয়ারাগালু” চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে।

 

মন্তব্য