kalerkantho


৫৪ বছরেও এশিয়ার শীর্ষ যৌন আবেদনময়ীদের তালিকায় শ্রীদেবী

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:১০৫৪ বছরেও এশিয়ার শীর্ষ যৌন আবেদনময়ীদের তালিকায় শ্রীদেবী

একসময় দাপটের সাথে বলিউডে অভিনয় করে গেছেন তিনি। এখন তার মেয়ে অভিনেত্রী হিসেবে বলিউডে কাজ শুরু করেছেন। জীবনের সোনালি সময় পেরিয়ে গেছে। তারপরেও তিনি অনন্য। বলছিলাম শ্রীদেবীর কথা।

ইস্টার্ন আইয়ের '৫০ সেক্সিয়েস্ট এশিয়ান উইমেন' এর বার্ষিক ইউকে পোল-এ এমনই সব খবর এসেছে। সুন্দরীদের লড়াইয়ে আরও অনেক হার জিত হয়েছে। কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কা চোপড়া শীর্ষ সম্মান জিতেছেন। তবে তালিকায় উঠে এসেছে শ্রীদেবীর নাম।

৫৪ বছরের শ্রীদেবী 'সেক্সিয়েস্ট উইমেন' এর তালিকায় 'এডিটর চয়েস' এ নির্বাচিত হয়েছেন। আর এ থেকেই বোঝা যায় শ্রীদেবীর আবেদন বর্তমানের বলিউড তারকাদের চেয়ে কিছু কমে নি। এখনো শ্রীদেবীর গ্ল্যামার মুগ্ধ করে ভারতসহ গোটা এশিয়াকে। তাই তো তিনি  ইস্টার্ন আইয়ের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন।

ইস্টার্ন আইয়ের তালিকায় প্রিয়াঙ্কার পরই জায়গা করে নিয়েছেন টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা। ইউকে-এর পোল অনুযায়ী টেলিভিশনের দুনিয়ায় এশিয়ার অভিনেত্রীদের মধ্যে যৌন আবেদনের নিরিখে এগিয়ে রয়েছেন ভারতীয় নিয়া শর্মা।

ইউকে পোল অনুযায়ী ক্যাটরিনা অনেকটাই পিছনে। যৌন আবেদনের নিরিখে এশিয়ার অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আলিয়া ভাট, পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। ক্যাটরিনা কাইফ রয়েছেন সাত নম্বরে। সিরিয়াল অভিনেত্রী দৃষ্টি ধামি রয়েছেন ৬ নম্বরে।

যৌন আবেদনের ভিত্তিতে তৈরি এই তালিকায় রয়েছেন ৫৪ বছরের অভিনেত্রী শ্রীদেবীও। তিনি রয়েছেন এডিটরস চয়েসে।মন্তব্য