kalerkantho


ইলিয়াস ও খেয়ার নতুন গান ‘ভালোবাসি’

কালের কণ্ঠ অনলাইন   

২৪ নভেম্বর, ২০১৭ ১৪:৪২ইলিয়াস ও খেয়ার নতুন গান ‘ভালোবাসি’

ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন ইলিয়াস হোসাইন ও খেয়া। ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ইলিয়াস-খেয়ার নতুন ডুয়েট গান ‘ভালোবাসি’। এইচ এম রিপনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ।

সম্প্রতি মুক্তি পাওয়া ইলিয়াসের ‘না বলা কথা -৪’ গানটি ইউটিউবে প্রায় ৭৫ লাখ বার দেখেছেন তার ভক্তরা।

নিজের নতুন গান ‘ভালবাসি’ নিয়ে ইলিয়াস হোসাইন জানান, ‘আশা করছি নতুন গানটি সব শ্রেণীর শ্রোতাদের ভাল লাগবে। রিপনের কথায় খেয়া আপুর অসাধারণ গায়কী আর রেজওয়ানের দুর্দান্ত সঙ্গীতায়োজনে গানটি পেয়েছে অন্যরকম ভিন্ন মাত্রা।মন্তব্য