kalerkantho


সোশ্যাল মিডিয়ায় দীপিকার‘মাই চয়েজ’ ভিডিও ঝড়

কালের কণ্ঠ অনলাইন   

২৪ নভেম্বর, ২০১৭ ০২:৪৭সোশ্যাল মিডিয়ায় দীপিকার‘মাই চয়েজ’ ভিডিও ঝড়

ছবি: ইন্টারনেট থেকে

দীপিকার‘মাই চয়েজ’ ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই ভিডিওর সঙ্গে সহমত হলেও বেশিরভাগ মানুষই এর বিপক্ষে৷ এই ভিডিওতে নারী শক্তির কথা বলা হলেও অনেক অভিনেত্রীই ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন এক নারী কতটা ‘সেক্সি’ তার বিচারে কি তার শক্তির বর্ণনা সম্ভব? যদিও এই ভিডিও বোধহয় সবচেয়ে বেশি নাপছন্দ পুরুষদের কাছে। কারো ক্ষেত্রে সত্যিই নিজের স্ত্রী সঙ্গে পরপুরুষের অন্তরঙ্গ সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয়।

সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে একজন স্ত্রী ‘মাই চয়েজ’ মতেই স্বামী ছেড়ে অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়ে বাড়ি ফিরছেন৷ তাঁর স্বামী এই কথা জানতে পারেন এক বন্ধু কাছে। এবার ভেবে দেখুন ওই পুরুষটির মনে কি তোলপাড়টাই না শুরু হয়েছে। এবার কি করবে ও? স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হবে নাকি স্ত্রীর ‘মাই চয়েজ’ মাথায় রেখে নিজের জীবন শেষ করে দেবে?

ভিডিও

সূত্র: কলকাতামন্তব্য