kalerkantho


শুটিংয়ে ফের আহত কঙ্গনা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ১৮:১২শুটিংয়ে ফের আহত কঙ্গনা

আবার মণিকর্ণিকা-দা কুইন অফ ঝাঁসির সেটে আহত হলেন কঙ্গনা রানাওয়াত। গতকাল যোধপুরে শুটিং চলাকালীন পা মচকে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতরাতে শুটিং চলাকালীন স্টান্ট করার সময় পায়ে চোট পান কঙ্গনা। এরপর যোধপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানান, পা মচকে গিয়েছে। তবে গুরুতর কিছু নয়। পায়ে প্লাস্টার করা হয়েছে। এক সপ্তাহ বেড রেস্ট দেওয়া হয়েছে। চিকিৎসার পর রাত দু’টোয় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তিনি মুম্বাঁই ফিরে যান।

এর আগেও মণিকর্ণিকা-দা কুইন অফ ঝাঁসির সেটে আহত হয়েছিলেন কঙ্গনা। সেটে তলোয়ারের আঘাত লেগে গুরুতর জখম হন। ভর্তি ছিলেন আইসিইউতে। গতকাল দেওয়ালের উপর থেকে ঝাঁপ দেওয়ার স্টান্ট করতে গিয়ে পা মচকে যায়। মণিকর্ণকার শুটিং অনেকদিন ধরে চলছে যোধপুরে। ছবিতে অধিকাংশ স্টান্ট কঙ্গনা নিজেই করছেন।মন্তব্য