kalerkantho


পদ্মাবতী মুক্তির পক্ষে কথা বলায় ধর্ষণের হুমকি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ১৫:৫০পদ্মাবতী মুক্তির পক্ষে কথা বলায় ধর্ষণের হুমকি

সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে চলছে বিতর্ক। অভিনেত্রী দীপিকা পাডুকোনকে হুমকি দেওয়া হচ্ছে। এই ইস্যুতে মুখ খুলেছিলেন এক অভিনেতা। ২০ নভেম্বর (সোমবার) ফেসবুক লাইভে এসে ছবি মুক্তির স্বপক্ষে জোরালো জীেপল করেছিলেন। এরপরই আসতে থাকে হুমকি। দেশদ্রোহী তকমা দেওয়া হয়। দেওয়া হয় ধর্ষণের হুমকি। বলা হয়, প্রাণে মেরে ফেলা হবে। এমনকী, তিনি তৃতীয় লিঙ্গের বলে বিভিন্ন আপত্তিজনক কথা বলা হয়।

আতঙ্কিত হয়ে ওঠেন ওই অভিনেতা। ওই রাতেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে মেইল মারফৎ অভিযোগ জানান। এরপর আজ আলিপুরদুয়ার থানায় সাত অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই সাতজন হলো অরিজিৎ ঘোষ, সত্যজিৎ দাস, দীপক সরকার, শান্তনু জানা, প্রবীর ভুঁইঞা ও হৃদয় গাঙ্গুলি। আর একজনের নাম জানা যায়নি।

ঘটনা প্রসঙ্গে ওই অভিনেতা বলেন, কলকাতায় ফিরে ট্রান্সজেন্ডারদের সংগঠনে বিষয়টি জানাব। আমার একটাই আর্তি, সুস্থভাবে বাঁচতে দেওয়া হোক সবাইকে। মতপ্রকাশের স্বাধীনতা থাকুক সবার। অধিকার ফিরিয়ে দিক প্রশাসন।

কলকাতার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হচ্ছে।মন্তব্য