kalerkantho


শাকিবের আরেক ছবিতে বুবলী

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৭ ১৬:৩২শাকিবের আরেক ছবিতে বুবলী

শাপলা মিডিয়ার ছবি ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’  ছবিতে শাকিব অভিনয় করছেন। এটা পূর্ব ঘোষিত হলেও এই ছবির নায়ক হিসেবে শাকিবের নাম জানানো হলেও তার নায়িকা কে হবে সেটি নিশ্চিত ছিল না। এবার জানা গেল নায়িকার নাম। শাকিবের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শবনম ইয়াসমিন বুবলী।

সেলিম খান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন ছবিতে বুবলীকেই কাস্ট করা হয়েছে। বিষয়টি নিয়ে বুবলীর সাথে কথা হয়েছে।  এই ছবিতে শাকিব খানের নায়িকা হবে বুবলী তিনি কাজ করতে সম্মতি জানিয়েছেন।

উত্তম আকাশ ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ ছবিটি পরিচালনা করবেন। এই নির্মাতা জানান, ছবিতে বুবলীকে নেয়া হচ্ছে। প্রযোজক সেলিম ভাই আমাকে তেমনটাই জানিয়েছেন।

সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে শাকিবের প্রযোজনায় ‘প্রিয়তমা’ নামের আরো একটি ছবিতে অভিনয় করবেন বুবলী।মন্তব্য