kalerkantho


কার্নি সেনার বিরুদ্ধে রাখী সাওয়ান্তের মামলা

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৭ ২০:১১কার্নি সেনার বিরুদ্ধে রাখী সাওয়ান্তের মামলা

'পদ্মাবতী' বিতর্কের বার বার উঠে আসছে রাজপুত কার্নি সেনার বিক্ষোভ বিরোধিতার ছবিটা। ইতিমধ্যে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি কার্নি সেনা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাক কাটবার হুমকি দিয়েছে, কোথাও বা তার মাথার

আরও পড়ুন পদ্মাবতীর সত্যিকার গল্পটা আসলে কী, কী বলেছিলেন সুফি কবি?

এর আগে, 'পদ্মাবতী' ছবিটিকে সমর্থন করার জন্য রাখী সাওয়ান্তের মুখ কালো করে দেওয়ার হুমকি দেয় কার্নি সেনা। এরপর রাখী অভিযোগ তোলেন যে, বার বার তাঁকে এই ইস্যুতে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। ফোনে অশ্লীল ভাষাতে অনেক কথাও বলা হচ্ছে।'

আরও পড়ুন পদ্মাবতী বিতর্কে এবার মুখ খুললেন প্রসেনজিৎ

আর এই অভিযোগ নিয়েই কার্নি সেনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাখী। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে 'পদ্মাবতী' নিয়ে বেশ কিছু বিতর্ক সামনে আসে। এদিকে, ছবির প্রযোজকদের তরফেও ছবিরি মুক্তি ১ ডিসেম্বর থেকে পিছিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে। এখন দেখার এই বিতর্কের জল ঠিক কতদূর পর্যন্ত গড়ায়।মন্তব্য