kalerkantho


নাবিলা বিষয়টি জানতেন

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৭ ১৮:৫৯নাবিলা বিষয়টি জানতেন

নাবিলা বিষয়টি জানতেন। কোন বিষয়টি? ওই যে রক্তের প্রয়োজন মুমূর্ষু  রোবটের জন্য। এমনটিই জানা গেছে ছোটপর্দার অভিনেত্রী নাবিলা ইসলামের সাথে কথা বলে। কিছুদিন আগে ঢাকার বিভিন্ন সড়কের পাশে প্রচুর পোস্টার দেখা যায়। যেগুলোতে লেখা ছিল, 'নাবিলা জানো? একজন মুমূর্ষু রোবটের জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ...'  

পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই উদগ্রীব হয়ে নাবিলাকে জানার জন্য। শেষ পর্যন্ত কোন নাবিলাকে খোঁজা হচ্ছিল, আর কেনবা কে খুঁজছিল জানা যায়নি। তবে বিষয়টি সাময়িক আলোড়ন তুলেছিল। আর এই আলোড়ন ছুঁয়ে ছিল ছোটপর্দার অভিনেত্রীকে নাবিলাকেও।

নাবিলা বলেন, 'বিষয়টি নিয়ে বেশ বেকায়দায় পড়েছিলাম। অনেকেই আমাকে বিষয়টিতে মেনশন করতো। নাবিলাকে নিয়ে যে হইচই হচ্ছিল তা নামের কারণেই টের পেয়েছিলেন এই অভিনেত্রী। প্রচুর মানুষ এসময়টায় নক করেছিল তাঁকে।'

নাবিলা অবশ্য মাথায় বিষয়টি নিয়েই বসেছিলেন- তা কিন্তু নয়। নিজের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। গতকালও ড্রামা সিরিয়াল বিদেশি পাড়ার শুটিং করলেন। তাঁর বিপরীতে রয়েছেন চঞ্চল চৌধুরী। একুশে টেলিভিশনের জন্য নির্মিতব্য এই নাটকটি রচনা করেছেন আনোয়ার হোসেনও  পরিচালনা করেছেন হিমু আকরাম।

। কোন বিষয়টি? ওই যে রক্তের প্রয়োজন মুমূর্ষু  রোবটের জন্য। এমনটিই জানা গেছে ছোটপর্দার অভিনেত্রী নাবিলা ইসলামের সাথে কথা বলে। কিছুদিন আগে ঢাকার বিভিন্ন সড়কের পাশে প্রচুর পোস্টার দেখা যায়। যেগুলোতে লেখা ছিল, 'নাবিলা জানো? একজন মুমূর্ষু রোবটের জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ...'  

পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই উদগ্রীব হয়ে নাবিলাকে জানার জন্য। শেষ পর্যন্ত কোন নাবিলাকে খোঁজা হচ্ছিল, আর কেনবা কে খুঁজছিল জানা যায়নি। তবে বিষয়টি সাময়িক আলোড়ন তুলেছিল। আর এই আলোড়ন ছুঁয়ে ছিল ছোটপর্দার অভিনেত্রীকে নাবিলাকেও।

নাবিলা বলেন, 'বিষয়টি নিয়ে বেশ বেকায়দায় পড়েছিলাম। অনেকেই আমাকে বিষয়টিতে মেনশন করতো। নাবিলাকে নিয়ে যে হইচই হচ্ছিল তা নামের কারণেই টের পেয়েছিলেন এই অভিনেত্রী। প্রচুর মানুষ এসময়টায় নক করেছিল তাঁকে।'

নাবিলা অবশ্য মাথায় বিষয়টি নিয়েই বসেছিলেন- তা কিন্তু নয়। নিজের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। গতকালও ড্রামা সিরিয়াল বিদেশি পাড়ার শুটিং করলেন। তাঁর বিপরীতে রয়েছেন চঞ্চল চৌধুরী। একুশে টেলিভিশনের জন্য নির্মিতব্য এই নাটকটি রচনা করেছেন আনোয়ার হোসেনও  পরিচালনা করেছেন হিমু আকরাম।মন্তব্য