kalerkantho


সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ!

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৭ ০২:৪০সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ!

ছবি: ইন্টারনেট থেকে

পরিচালক রাজীব ওয়ালিয়ার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’ মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। এবারই প্রথম আরবাজ কাজ করেছেন সানির সঙ্গে। ‘তেরা ইন্তেজার’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আরবাজ খান বলেন, ‘যদি আবার সানির সঙ্গে কাজ করার সুযোগ আসে, তাহলে আমি আবার তার সঙ্গে কাজ করতে চাইব।’ শোনা যাচ্ছে, আরবাজের আসন্ন সিনেমা ‘দাবাং ৩’ এ সালমান খানের সঙ্গে আইটেম গানে অংশ নেবেন সানি।

সানি লিওনকে নিয়ে যতই বিতর্ক থাকুক, তিনি যে জনপ্রিয় অভিনেত্রী তা নিঃসন্দেহে বলা যায়। আমির খান, সালমান খান, শাহরুখ খানের সঙ্গে ভালো সম্পর্ক তার। এমনকি তাদের সঙ্গে কাজের প্রস্তাবও পাচ্ছেন সানি। এরই মধ্যে তিনি আরবাজ খানের সঙ্গে পুরো একটা সিনেমায় অভিনয় করে বসলেন। আরবাজের মতে, সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ!

একটি সাক্ষাৎকারে আরবাজ খান জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং ৩’ ছবির শুটিং। আরবাজ বলেন, ‘যখন মালাইকা দাবাংয়ে আইটেম গানে অংশ নেন, তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়। যখন কারিনা ‘দাবাং ২’-তে আইটেম নাচ করেন, তার জনপ্রিয়তাও বেড়ে যায়। যিনিই ‘দাবাং’য়ের অংশ হয়েছেন, তারই জনপ্রিয়তা বেড়ে গেছে। আর যদি সানির কথা বলি, তাহলে অবশ্যই বলব, তার ক্ষেত্রেও তাই হবে।’ সূত্র: ইন্টারনেটমন্তব্য