kalerkantho


‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পর মানুষী কী কী পাচ্ছেন জানেন?

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৭ ০২:৪০‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পর মানুষী কী কী পাচ্ছেন জানেন?

ছবি : ইন্টারনেট থেকে

১. আগামী এক বছর বিশ্ব ভ্রমণ করার সুযোগ পাবেন বিশ্বসুন্দরী মানুষী।

২. পাচ্ছেন বিশ্বের সেরা জুয়েলারি ব্র্যান্ডের অলঙ্কার।

৩. এছাড়া বিশ্বের সকল ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা পোশাকও পাচ্ছেন তিনি। 

৪. যেসব কসমেটিক ব্র্যান্ড বিশ্বসুন্দরী ২০১৭ প্রতিযোগিতার স্পনসর, তাদের পক্ষ থেকে গোটা এক বছর ধরে প্রসাধন সামগ্রীও পাবেন তিনি।

৫. এ ছাড়া বিশ্ব জুড়ে সমাজসেবামূলক কাজ করার সময় তিনি সেখান থেকে সাম্মানিক অর্থও পাবেন।

সূত্র : ইন্টারনেট থেকেমন্তব্য