kalerkantho


তনুশ্রীর কথা মনে আছে, আশ্র্রমই এখন তার প্রিয় স্থান!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ০১:২৪তনুশ্রীর কথা মনে আছে, আশ্র্রমই এখন তার প্রিয় স্থান!

ছবি : ইন্টারনেট থেকে

এক সময় বলিউড মাতানো অভিনেত্রী তনুশ্রী দত্তের কথা মনে আছে। ধুমকেতুর মতই বলিউডে নিজের অভিষেক ঘটিয়ে আবার কালের অতল স্পর্শে মিলিয়ে যান এই বাঙালি নায়িকা। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের মতোই জীবন কাটান এখন। সময় কাটাতে ভালবাসেন ভারতের বিভিন্ন আশ্রমে। 

তনুশ্রীর ছেলেবেলা কেটেছিল ঝাড়খণ্ডের জামশেদপুরে। স্কুলের পাঠ চুকিয়ে তাঁর কলেজের পড়াশোনা শুরু হয় পুণেতে। কিন্তু মাঝপথেই কলেজ ছেড়ে ঢুকে পড়েন মডেলিং দুনিয়ায়। ২০০৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জেতেন তনুশ্রী। ২০০৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছিলেন তিনি। প্রথম ১০ জনের মধ্যেও ছিলেন। 

এরপর ২০০৫ সালে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে ‘আশিক বনায়া আপনে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু। সুপার হিট হয়েছিল সেই ছবি। ‘আশিক বনায়া আপনে’র পরও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী। কিন্তু বলিউডে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছেন গ্ল্যামার দুনিয়া থেকে। মন্তব্য