kalerkantho


মুক্তি পেল সানি লিওনের নতুন গান

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৭ ২১:০৭মুক্তি পেল সানি লিওনের নতুন গান

মুক্তি পেল তেরা ইন্তেজারের দ্বিতীয় গান। মেহফুজ নামের এই গানটি গেয়েছেন ইয়াসর দেশাই। গানটির সুর দিয়েছেন রাজু আশু এবং গীতিকার সাব্বির আহমেদ।

ক'দিন আগেই এই ছবির প্রথম গানটি সামনে এসেছে। সেই গানে আইটেম ডান্সারের মতো দেখা গেছিল সানিকে। তবে এই গানের দৃশ্যে সানি ও আরবাজ অনেকটাই রোমান্টিক। দুজনের কেমিস্ট্রি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

এই প্রথমবার সানি ও আরবাজ একসঙ্গে কাজ করছেন। রাজীব ওয়ালিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৪ তারিখ। আমন ও বিজল মেহতা প্রযোজিত ছবিটিতে মিউজিক দিয়েছেন রাজ আশু।মন্তব্য