kalerkantho


ঢাকাই ছবির মহরতে কুয়েতের রাষ্ট্রদূত

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৭ ২০:১৪ঢাকাই ছবির মহরতে কুয়েতের রাষ্ট্রদূত

ছবির মহরতে এলেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ.এইচ. হায়াৎ। নির্মাতা এ কি খোকনের  ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ ছবির মহরতে এই কূটনৈতিক উপস্থিত হয়েছে নিজের বক্তব্য দিয়ে উপস্থিতদের মুগ্ধ করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারে ডিপজলের শুটিং বাড়িতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, ছবির প্রযোজক কে এম মনিরুজ্জামান, চিত্রপরিচালক এফ আই মানিক।

ছবিতে অভিনয় করছেন জয় চৌধুরী ও রোমানা নীড়। জানা গেছে রোমানা নীড়ের বাবার বন্ধু কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ। তিনি আমন্ত্রণ জানিয়েছেন তাঁকে।
 
এসময় কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ বলেন, সিনেমা আমার ভালো লাগে কিন্তু সিনেমার শুটিং কখনো দেখা হয় নি। এজন্য আমাকে আমন্ত্রণ জানানোর পর না করি নি এবং চলে এসেছি। এখানে এসে বেশ ভালো লাগছে।

ছবিতে জয় চৌধুরী-রোমানা নীড় ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, টাইগার রবি, সাদেক বাচ্চু, সাংকো পাঞ্জা, খালেদা আখতার কল্পনা, রেবেকা, আনোয়ার সিরাজী, আমির সিরাজী প্রমুখ। আগামী বছর এই ছবিটি মুক্তি পাবে- এমনটাই প্রযোজক সূত্রে জানা গেছে।মন্তব্য