kalerkantho


স্টার ক্যানভাসে রোজিনা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৭ ১১:৩৪স্টার ক্যানভাসে রোজিনা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে চলচ্চিত্রাঙ্গন থেকে অনেকটাই দূরে রয়েছেন এই অভিনেত্রী। জনপ্রিয় এই তারকার কাজ, সময়ের ব্যস্ততা, স্মৃতি রোমন্থন, ভবিষ্যৎ ভাবনাসহ বিভিন্ন বিষয় জানাতে হাজির হচ্ছেন 'স্টার ক্যানভাস' নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে।

ছোট ছোট পর্বে ভাগ করে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপিকার সঙ্গে অতিথির আলাপচারিতায় উঠে আসবে অনেক অজানা কথা। দর্শকরা জানতে পারবেন তারকার বর্তমান ব্যস্ততা, খাওয়া-দাওয়া, বিভিন্ন কাজের অভিজ্ঞতা, নতুন অবস্থায় কাজের চ্যালেঞ্জ, স্টেজ পারফর্মেন্স, ঝটপট প্রশ্নত্তোর, জীবনের চাওয়া, প্রাপ্তির সমীকরণ ইত্যাদি।

রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। অনুষ্ঠানটি এটিএন বাংলায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে।

 মন্তব্য