kalerkantho


ছোট্ট তৈমুরের দখলে কোটি টাকার সম্পত্তি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৭ ২১:৩২ছোট্ট তৈমুরের দখলে কোটি টাকার সম্পত্তি

তৈমুর যে সত্যিই নবাব-পুত্তুর, তা যত দিন যাচ্ছে প্রমাণ হচ্ছে। এই একরত্তি বয়সেই সে এখন দেড় কোটির একটি গাড়ির মালিক। জন্মদিন নয়, উপলক্ষ শিশু দিবস। সোমবার আদরের তৈমুরকে সাইফ আলি খান উপহার দিলেন দেড় কোটি টাকার এই গাড়ি।

সোমবার সাইফ চেরি ফলের মতো লাল রংয়ের একটি এসআরটি জিপ কেনেন। ‘‘এই গাড়িতে প্রথম কে চড়বে’’— সংবাদমাধ্যম এই প্রশ্ন করাতেই, সাইফ তৈমুরের নাম নেন।

সাইফ বলেন, ‘আপনি দেখবেন এই গাড়ির পিছনে একটি বেবি-সিট রয়েছে। তাই তৈমুরই এই গাড়িতে প্রথম চড়বে। এর পরে সাইফকে জিজ্ঞাসা করা হয় যে, শিশু দিবসে তৈমুরকে কী উপহার দেবেন? উত্তরে তিনি বলেন, ‘হয়তো এই গাড়িটাই উপহার দিয়ে দেব। তিনি বলেন এই রংটাও তাঁর আদরের ছেলে পছন্দ করবে।

শিশু দিবসে তো গাড়ি পেল সাইফ-করিনার ছোট্ট তৈমুর। আগামী ২০ ডিসেম্বর এক বছর পূর্ণ করছে। সেই জন্মদিনেও যে এই একরত্তি নবাবের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য। এবেলামন্তব্য