kalerkantho


বিয়ে করলেন অমৃতা পুরী

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৭ ২০:৩৭বিয়ে করলেন অমৃতা পুরী

বলিউডে পা রেখেছিলেন সোনম কাপুরের সঙ্গে ‘আয়েষা’ ছবিতে। সোমবার বিয়ে করলেন অভিনেত্রী অমৃতা পুরী। ব্যাংককে তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে জাঁকজমকপূর্ণ বিয়ে সারলেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পাওয়া গেল এলাহি বিয়েবাড়ির কিছু স্পেশাল মুহূর্তের ছবি। স্বামী ইমরান শেঠি একজন হোটেল ব্যবসায়ী। বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন অমৃতা ও তাঁর বয়ফ্রেন্ড ইমরান। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই একসঙ্গে ছবি শেয়ার করতেন তাঁরা।

বিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকাও। ফুলের চাদরে ঢেকে বিয়ের মণ্ডপে যান নায়িকা। পরেছিলেন ডিজাইনার লহেঙ্গা এবং কুন্দনের জুয়েলারি। কলেজের পর একটি অ্যাড এজেন্সিতে কপি রাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অমৃতা। সঙ্গে একটি লাইফস্টাইল ম্যাগাজিনে ফ্রিলান্সার ছিলেন তিনি।

পরে অভিনয়ের প্রতি টানের থেকেই অডিশন দেওয়া শুরু করেন অমৃতা। বেশ কয়েকটি বিজ্ঞাপনের পর ছবিতে সুযোগ পান অমৃতা পুরী।
সোনম কাপুরের সঙ্গে ‘আয়েষা’ ছবিতে বলিউড অভিষেক হয়েছিল অমৃতার। এর পর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। ‘ব্লাড মানি, ‘কাই পো  চে' সেগুলির অন্যতম।মন্তব্য