kalerkantho


বাহুবলি ২-তে ৪৫০টি ভুল!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৭ ১৬:১৮বাহুবলি ২-তে ৪৫০টি ভুল!

২০১৭ সালের বিখ্যাত চলচ্চিত্র বাহুবলি ২ মুক্তি পেয়েছিল। ২৮ এপ্রিল এবং বক্স অফিসে সাফল্য লাভ করে। সমস্ত রেকর্ড ভেঙে যায়।

এসএস রাজামৌলি খুব সুন্দরভাবে সাঁজিয়েছিলেন। স্পাইডারম্যান বা সুপারম্যানকে বাদ দিয়ে বাহুবলি ২ দেখার পর প্রভাস এখন নতুন সুপারহিরো। বক্স অফিসে এই সিনেমা আয় করেছে এক হাজার কোটি টাকা। বাহুবলি ২ প্রথম ভারতীয় চলচ্চিত্র যে এক হাজার কোটি টাকা আয় করে।

আপনি কি এই সিনেমাটি দেখেছেন? যখন কোনও সিনেমা তৈরি করা হয় তখন তার মধ্যে অনেক ভুল থাকে। অনেক ভুল সহজে লক্ষ্য করা যায় কিন্তু অনেকগুলি দেখা যায় না।

এমনই একজন ব্যক্তি বাহুবলি ২-তে ৪৫০টি ভুল উল্লেখ করেছে। কিন্তু বলে দেওয়া ভালো যে এগুলি সেই রকম কিছু ভুল নয়। মজা করার জন্য এগুলি দেখিয়েছেন। 

দেখুন সেই ভিডিওটি:মন্তব্য