kalerkantho


নিজের ছবি থেকে বাদ সালমান খান

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৭ ১৬:০৪নিজের ছবি থেকে বাদ সালমান খান

টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিং শেষ হয়েছে। এখন রেস থ্রি নিয়ে ব্যস্ত সালমান খান। এর মধ্যেই শোনা যাচ্ছে, নো এন্ট্রির সিকুয়ালে সালমানের জায়গায় নাকি অক্ষয় কুমাককে দেখা যাবে। তবে এই খবরের সত্যতা জানা যায়নি।

হিন্দি ছবির দর্শকমাত্রই জানেন ২০০৫ সালে মুক্তি পায় কমেডি ছবি নো এন্ট্রি। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। ছবিটি হিট করেছিল। নো এন্ট্রির সিকুয়াল তৈরির পরিকল্পনা করেছেন প্রযোজক বনি কাপুর। প্রথমে শোনা যায়, সলমানকেই ছবির নায়ক হিসেবে দেখা যাবে। এখন আবার অন্য কথা কানে আসছে। বলিউডে বলাবলি শুরু হয়েছে, সালমানের বদলে নাকি নেওয়া হয়েছে অক্ষয়কে। তবে, দুই নায়কের বা নির্মাতাদের এখনো এ নিয়ে প্রতিক্রিয়া সামনে আসেনি।

তবে, নো এন্ট্রির সিকুয়ালের নায়ক বিতর্ক এই প্রথম নয়। কয়েকমাস আগে শোনা যায়, হৃতিক রোশন ছবিতে নায়কের ভূমিকায় থাকবেন। এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বনি। বলেছিলেন, ছবির জন্য হৃতিকের কথা তিনি ভাবেননি। সালমানের সঙ্গে কথা বলবেন। সালমান রাজি না হলে তখন ভেবে এগোনো যাবে।মন্তব্য