kalerkantho


ঘুমরের সুরে কোমব় দোলাচ্ছেন শাকিরা-বিয়ন্সে!

কালের কণ্ঠ অনলাইন   

১১ নভেম্বর, ২০১৭ ১২:২৯ঘুমরের সুরে কোমব় দোলাচ্ছেন শাকিরা-বিয়ন্সে!

পদ্মাবতী-তে ঘুমর গানের সুরে দীপিকা পাড়ুকোনের হিল্লোল ইতিমধ্যেই হিট। একের পর এক বিতর্ক ছুঁয়ে যাচ্ছে সিনেমাকে। তাই এই ছবির পোস্টার থেকে ভিডিও- যা রিলিজ হচ্ছে, হিট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ঘুমরের ভিডিও চার কোটির বেশি ভিউ হয়ে গেছে। দীপিকার রানি পদ্মাবতী লুকে এখন মজে গোটা দুনিয়া।

এদিকে ভাবুন তো এই ঘুমরের সুরে শরীর দোলাচ্ছেন শাকিরা ও বিয়ন্সে। ভাবছেন অসম্ভব। না একটি সোশাল মিডিয়ার ফ্যান পেজে এই গানের ট্র্যাকের সুরে এই দুই বিশ্ব কাঁপানো তন্বী শরীর দোলাচ্ছেন। আর ফ্যান মেড এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আসলে আর কিছুই নয় শাকিরা ও বিয়ন্সের 'বিউটিফুল লায়ার' ভিডিওর সঙ্গে এই ট্র্যাক দারুণ ভাবে ম্যাচ করিয়ে দিয়েই এই কাজটি হাসিল করেছেন ফ্যানরা।

 মন্তব্য