kalerkantho


এবার বিয়ের পিঁড়িতে সোনম, পাত্র কে?

কালের কণ্ঠ অনলাইন   

১০ নভেম্বর, ২০১৭ ২৩:৫৯এবার বিয়ের পিঁড়িতে সোনম, পাত্র কে?

ছবি: ইন্টারনেট থেকে

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম কাপুর। ২০১৮ সালেই না কি আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিলকন্যা। ২০১৮ সালের মার্চ কিংবা এপ্রিলে আনন্দ আহুজার সঙ্গে বাগদান পর্ব সারতে চলেছেন সোনম। সেজন্য নাকি ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে।

সোনমের সঙ্গে আনন্দ আহুজাকে একাধিক জায়গায় দেখা গেলেও, তাঁরা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি। শুধু তাই নয়, 'বর্তমানে শুধু কাজ নিয়েই ব্যস্ত। আর কিছু এই সময়ে ভাবছেন না' বলেও মন্তব্য করেন অনিল কাপুরের মেয়ে সোনম।

প্রসঙ্গত, নীরজা'র জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন সোনম কাপুর। ওই সময় অনিল কাপুরের সঙ্গেও দেখা যায় আনন্দ আহুজার। সূত্র: ইন্টারনেট মন্তব্য