kalerkantho


ছেলেকে নিয়ে লিসার ফটোশুট

কালের কণ্ঠ অনলাইন   

১০ নভেম্বর, ২০১৭ ১৪:৫৯ছেলেকে নিয়ে লিসার ফটোশুট

সম্প্রতি ‘হারপার বাজার’ নামের একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করিয়েছেন সুপারমডেল লিসা হেডেন। তবে সুপারমডেলের এই ফোটোশুট অন্য বারের তুলনায় একেবারেই ‘হটকে’।

জীবনে প্রথম বার লিসা ক্যামেরার সামনে পোজ দিলেন নিজের ছ’মাসের ছেলে জ্যাকের সঙ্গে। এক ঝলকে দেখে নিন, ডায়াপার পরানো ছোট্ট জ্যাককে কোলে নিয়ে মডেল-অভিনেত্রী লিসার এমন ‘মিষ্টি’ ফটোশুট।  মন্তব্য