kalerkantho


সোনমের বিকিনি ভিডিও প্রকাশ করলেন স্বরা

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৭ ১৭:৩০সোনমের বিকিনি ভিডিও প্রকাশ করলেন স্বরা

সোনম কাপুর বলিউডের ফ্যাশন ডিভা। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে সবসময়েই আলোচিত হয়। কিন্তু তিনি যা করেন সবকিছু নিয়েই আত্মবিশ্বাসী সোনম। 'বীর দি ওয়েডিং' ছবিতে সোনমের সহ অভিনেত্রী স্বরা ভাস্কর এবার পোস্ট করলেন সোনমের ভিডিও।

সোনমের 'বিকিনি বিশ্রাম ' অনিল কাপুরের কন্যা বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে ধরা দেন। সম্প্রতি স্বরা ভাস্কর সোনম কাপুরের একটি বিকিনিতে চিলিংয়ের ভিডিও পোস্ট করেছেন। ইতোমধ্যেই সেই ভিডিও প্রায় চার লক্ষ দর্শক দেখে ফেলেছেন। কোথায় কেন এই ভিডিও কোথায় কেন এই ভিডিও বীর দি ওয়েডিং-র দ্বিতীয় পর্বের শ্যুটিংয়ে থাইল্যান্ডের ফুকেটে রয়েছেন সোনম সহ পুরো ক্রু। ছবি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত সোনমরা।

সদাব্যস্ত মডেল-অভিনেত্রী সোনম কাপুর ব্যস্ত থাকেন সিনেমায় তবে মডেলিং তাঁর রূপ যেন আরও খোলে। একদিকে যখন 'বীর দি ওয়েডিং' নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত তাঁর মধ্যেই 'ভোগে'-র প্রচ্ছদে ফের হাজির সোনম সুন্দরী।

টুইটারে ফলোয়ার এখন ১১ লক্ষ টুইটারে ফলোয়ার এখন ১১ লক্ষ হট এন্ড হ্যাপেনিং সোনম কাপুর, পরিষ্কার কথা বলতে ভালোবাসেন। কে কী বলল তার পরোয়াও বড় একটা করেন না। তবে নিজের ভক্তদের খুবই ভালোবাসেন তিনি। তাই টুইটারে ১১ মিলিয়ন ফলোয়ার হওয়ায় কুর্নিশ জানিয়েছেন তিনি।মন্তব্য