kalerkantho


সালমানের 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শুটিং চলছে গ্রিসে

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৭ ১৬:৪২সালমানের 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শুটিং চলছে গ্রিসে

ডিসেম্বর মাসে মুক্তি পাবে সালমানের বহু প্রতীক্ষিত ছবি টাইগার জিন্দা হ্যায়। এখন ছবিটির গানের শুটিং চলছে গ্রিসে। ছবির পরিচালক আলি আব্বাস জাফর এই খবর টুইটারে জানিয়েছেন। লিখেছেন, ছবির শেষ গানের শুটিং চলছে গ্রিসে।

টুইটবার্তায় এই ক্যাপশন দেওয়ার পাশাপাশি ১৫ সেকেন্ডের একটি ভিডিও দিয়েছেন। সেই ভিডিওতে শুটিংস্থলকে দেখানো হয়েছে। গত সেপ্টেম্বর মাসের শেষেরদিকে ছবির জন্য প্রয়োজনীয় ফটোগ্রাফি শুট করা হয়েছিল আবু ধাবিতে। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়াতেও শুটিং হয়েছে।

প্রসঙ্গত, টাইগার জিন্দা হ্যায় ছবিটি এক থা টাইগারের সিকুয়াল। সালমানের সঙ্গে এখানে অভিনয় করছেন ক্যাটরিনা। ২০১২ সালে এই ছবিটি বানিয়েছিলেন কবির খান। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

 মন্তব্য