kalerkantho


কার সঙ্গে সিনেমা হলে গেল শাহরুখ কন্যা সুহানা?

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৭ ২১:২৩কার সঙ্গে সিনেমা হলে গেল শাহরুখ কন্যা সুহানা?

ছবি : ইন্টারনেট থেকে

গতকাল শনিবার আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি দেখতে একটি মাল্টিপ্লেক্সে গিয়েছিল শাহরুখ কন্যা সুহানা (১৭)। তার সঙ্গে ছিল চাঙ্কি পাণ্ডের মেয়ে আনায়া পাণ্ডে এবং সঞ্জয় কাপূরের মেয়ে শানায়া।

জানা গেছে, এই তিন স্টারকিডের মধ্যে গভীর সখ্যতা রয়েছে। মাঝে মধ্যেই তাদের মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শপিং করতে বা খেতে যেতে দেখা যায়।মন্তব্য