kalerkantho


ঢিনচ্যাক পূজার নতুন গান!

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৭ ০৮:৪৮



ঢিনচ্যাক পূজার নতুন গান!

ফাইল ফটো

তার গানকে অনেকেই সবচেয়ে বিরক্তিকর গান হিসেবে বলেন। তার পরও থেমে নেই ঢিনচ্যাক পূজা। ব্যাপক সমালোচনার পরও ফের নতুন গান আনলেন তিনি। গতকাল তিনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন নতুন গানটি।

কয়েকদিন বিরতির পর ইউটিউব চ্যানেলে গানটি দিলেন ঢিনচ্যাক পূজা। এবার তার নতুন গান- আফরিন ফাতিমা বেওয়াফা হ্যায়।

গতকাল রিলিজ হওয়ার পর ইতিমধ্যেই প্রায় অর্ধলক্ষ ভিউ হয়ে গেছে পূজার নতুন গান। এর আগে কপিরাইট নিয়ে গোলমালের জেরে মাঝে কয়েকদিন ইউটিউবে পাওয়া যায়নি পূজাকে।

২০১৫ সাল থেকে ইউটিউবে ভিউয়ারশিপে ধামাকা করে দিয়েছেন পূজা। ২০১৫ সালে সংওয়ালি টোপি, ২০১৬-এ দারু, ২০১৭-এ ম্যায়নে সেলফি লে লি- সবই ধামাকা। আর দিলোঁ কা শ্যুটার, হ্যায় মেরে স্কুটার তো সুপার ডুপার হিট। সুর বা বেসুর যাই হোক না কেন, যে ইউটিভবে নতুন সেনসেশন- তা মানতেই হচ্ছে সকলকে।

ঢিনচ্যাকের 'সেলফি ম্যায়নে লেলি আজ' ইউটিউবে ২৬ মিলিয়ন ভিউয়ার পেয়েছে। প্রায় পাঁচ মাস আগে আপলোড করা হয় সেই গানটি।

ঢিনচ্যাকের গানকে অনেকেই সমালোচনা করেন বেসুরো ও বিরক্তিকর গান হিসেবে। তবে এ জন্য থেমে নেই তার গানের সুর। লোকজন হামলে পড়ে দেখছে তার গান। ফলে ইউটিউবে হিটের সঙ্গে বাড়ছে তার আয়ও।

নতুন গানটি দেখুন নিচে



মন্তব্য