kalerkantho


দীপনপুরে গান-কবিতায় অতুল প্রসাদ সেন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৭ ২১:৫৮দীপনপুরে গান-কবিতায় অতুল প্রসাদ সেন

এই প্রথমবারের মতো পঞ্চকবিদের একজন অতুল প্রসাদ সেনের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে 'স্ফটিক' আয়োজন করেছে সংগীতানুষ্ঠান। 'ওগো নিঠুর দরদী' শিরোনামের এই অনুষ্ঠানে থাকবে গান ও কবিতা। রাজধানীর এলিফ্যান্ট রোডের 'দীপনপুর' এ আগামী ২১ অক্টোবর শনিবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঠুমরী অঙ্গের বাংলা গানের জন্য অতুল প্রসাদ সেন বিখ্যাত। খ্যাতনাম এই কবির জন্ম ঢাকায় ২০শে অক্টোবর। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার রচিত বিভিন্ন অঙ্গের গান পরিবেশন করবেন নির্ঝর চৌধুরী, তানজিনা তমা অও গুলজার হোসেন।

কবির অপ্রকাশিত কবিতা থেকে পাঠ করে শোনাবেন সামিউল ইসলাম পোলাক। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।মন্তব্য