kalerkantho


নতুন ছবি পোস্ট করে কী বার্তা দিলেন শুভশ্রী?

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৭ ২১:৪০নতুন ছবি পোস্ট করে কী বার্তা দিলেন শুভশ্রী?

শুভশ্রী মানেই যেন বিতর্কিত কোনও খবর! অন্তত গত কয়েক দিনের ট্রেন্ড সে ইঙ্গিতই দিচ্ছে। রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে ইন্ডাস্ট্রিতে। প্রচুর গুজব হয়েছে। এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে নানা মহলে। তাই শুভশ্রী শিরোনামে এলেই যেন সে খবরে নতুন রসদ থাকবে এমনটাই মনে করেন দর্শকদের একটা বড় অংশ।

কিন্তু, না। অনন্ত এ বার শুভশ্রী যে কারণে খবরে তা নিয়ে কোনও বিতর্ক নেই। শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও খবর নয়। বরং সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।

পান্না সবুজ রঙের পোশাকে সেজেছেন তিনি। সঙ্গে মানানসই ওড়না। চোখ ক্যামেরায় নয়, বরং নম্র, লাজুক ভঙ্গি তাঁর। নিজের এই ছবিটি ওয়েব ওয়ালে পোস্ট করেছেন তিনি। সঙ্গে শুভেচ্ছা বার্তা ‘হ্যাপি দিওয়ালি’। অনুরাগীরাও একই রকম ভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।মন্তব্য