kalerkantho


এ কোন চেহারায় ঋষি কাপুর

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৭ ২০:৪৪এ কোন চেহারায় ঋষি কাপুর

প্রকাশ্যে এসেছে 'মুলক' ছবিতে ঋষি কাপুরের লুক। ঋষি কাপুর নিজেই সেই ছবি শেয়ার করেছেন। মঙ্গলবার ছবিটি সামনে এনেছেন ঋষি। লিখেছেন, এই লুকে তাঁকে মুলক ছবিতে দেখা যাবে। অনুভব সিনহা পরিচালিত ছবিতে ঋষির সঙ্গে অভিনয় করেছেন, তাপসী পান্নু, নিনা গুপ্তা, রজত কাপুর, আশুতোষ রানা সহ আরও অনেকে।

অনুভব সিনহা ও মুস্তাক শেখের যৌথভাবে লেখা এই চি্ত্রনাট্য একটি মুসলিম পরিবারের গল্প। ছোট্ট শহর বসবাসকারী এই পরিবার একটি বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের সম্মান নষ্ট হয়। সেই সম্মান উদ্ধারের চেষ্টা করবে তারা। শোনা যাচ্ছে, নীনা গুপ্তাকে ঋষি কাপুরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

ছবি নিয়ে উচ্ছ্বসিত ঋষি। জানিয়েছেন, নাটকীয়তায় মোড়া ছবি তিনি অনেকদিন করেননি। তাই গল্প শোনা মাত্র তিনি হ্যাঁ বলে দেন। ছবি করতে রাজি হয়ে যান। এই ছবির পাশাপাশি অমিতাভ বচ্চনের সঙ্গে ১০২ নট আউট ছবিতেও অভিনয় করছেন ঋষি। সেখানে ৭৫ বছরের বৃদ্ধ ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে।মন্তব্য