kalerkantho


সানির সাথে সম্পর্ক কেমন, জানালেন হেমা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৭ ১৩:৫৫সানির সাথে সম্পর্ক কেমন, জানালেন হেমা

হেমা মালিনীর আগে প্রকাশ কউরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র ও প্রকাশের সন্তান সানি ও ববি দেওল। দুই তারকা সন্তানের সঙ্গে কেমন সম্পর্ক সৎমা হেমার, তা জানতে খুব উৎসাহ ভক্তদের। সে বিষয়ে নিজেই মুখ খুললেন হেমা। জানালেন তাঁর সঙ্গে সানির সম্পর্কের কথা।

এ বিষয়ে হেমা মালিনী বলেন, সানির সঙ্গে আমার কেমন সম্পর্ক তা জানলে অবাক হবে অনেকে। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। যখনই প্রয়োজন হয় ও ধর্মেন্দ্র জির সঙ্গে এগিয়ে আসে। সাহায্য করে। সেবার যখন দুর্ঘটনা ঘটল ও এগিয়ে এসেছিল। আমাকে বাড়িতে তো ওই প্রথম দেখতে এসেছিল। ডাক্তার ঠিকমতো সেলাই করেছে কিনা সেটা দেখল। ওকে দেখে আমি স্বস্তি পেয়েছিলাম। আমাদের মধ্যে সম্পর্কটা আসলে এ রকমই।

গতকাল আত্মজীবনী বই প্রকাশ করেছেন হেমা। রাম কমল মুখার্জির লেখা এই বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, রমেশ সিপ্পি, জুহি চাওলা, সুভাস ঘাই প্রমুখ। হেমার পরিবারের সদস্যরাও এসেছিলেন বই প্রকাশ অনুষ্ঠানে।

 মন্তব্য