kalerkantho


জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ শাবনূর

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৭ ১২:০১জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ শাবনূর

ঢালিউডের জনপ্রিয় মুখ শাবনূর। বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত থাকলেও সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'এত প্রেম এত মায়া'

 নামের একটি ছবিতে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাবনূর। কিন্তু বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ। 

এ প্রসঙ্গে গতকাল শুক্রবার শাবনূর বলেন, সব ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লাম। এক সপ্তাহের বেশি সময় কেটে যাচ্ছে। কিন্তু জ্বর কমলেও শরীরের ব্যথা কমছে না। ডাক্তারের পরামর্শে বর্তমানে বিশ্রাম নিচ্ছি। বিছানা ছেড়ে উঠতে গেলেই সারা শরীর ব্যথা করছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছি বলে ধারণা আমার। কিছু শারীরিক টেস্ট করতে দিয়েছি। আপাতত ডাক্তারের পরামর্শে বাসাতেই বিশ্রাম নিচ্ছি। জানি না এই ব্যথা থেকে কিভাবে রেহাই পাব। একদমই ভালো লাগছে না।

এদিকে কয়েকদিন আগে শাবনূর 'এত প্রেম এত মায়া' ছবির জন্য প্লেব্যাক করেছেন। নভেম্বরে টাঙ্গাইলে এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে শাবনূরের। এ ছবিতে তার বিপরীতে ফেরদৌস অভিনয় করবেন।মন্তব্য